
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
এবার সিলেট বিভাগ আ’লীগের সাংগঠনিক দায়িত্বে মিসবাহ উদ্দিন সিরাজের স্থলে আহমদ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার রাতে অনুষ্ঠিত আওয়ামী লীগের নতুন কমিটির প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের সিদ্ধান্তের খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
দলীয় সুত্রে জানা যায়, আহমদ হোসেনকে সিলেট বিভাগ,দুই মেয়াদে সিলেট বিভাগ আ’লীগের সাংগঠনিক দায়িত্বে থাকা এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়াও নতুন বণ্টিত দায়িত্বে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বে রাখা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.