
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: সিলেটে তাবলিগ জামাতের সবচেয়ে বড় আয়োজন জেলা ইজতেমা শুরু হয়েছে। দীর্ঘ ৩২ বছর পর এখানে এ ইজতেমার আয়োজন করা হলো।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়।
সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে লতিপুর-খিদিরপুর এলাকায় এ ইজতেমার আয়োজন করা হয়। ইতোমধ্যে লক্ষাধিক মুসল্লিদের সমাগম ঘটেছে।
ইজতেমার ময়দানে নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব এবং পুলিশের পক্ষ থেকে সেখানে একটি ক্যাম্প, কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
মুসল্লিদের ওজু-গোসলসহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সিভিল সার্জনসহ বিভিন্ন দাতব্য সংস্থার পক্ষ থেকে মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে ইজতেমা ময়দানে। আল মারকাজুল খায়েরি আল ইসলামির অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক ইজতেমা মাঠে থাকবে। রেডক্রিসেন্টের পক্ষ থেকেও একটি হেলথ ক্যাম্প খোলা হয়েছে।
শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।
সংবাদমেইল২৪.কম/এআ/এনএস
Posted ২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.