
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: সদর উপজেলায় গিয়াস উদ্দিন (৪০) ও জেসমিন বেগম (৩২) নামে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
(০৩ নভেম্বর) শনিবার সকালে মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।এর পর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় স্বামী ও মেঝে থেকে তার স্ত্রী জেসমিনের মৃতদেহ উদ্ধার করা হয়।”
নিহত গিয়াস উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে এ ঘটনা ঘটেছে কি না পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সংবাদমেইল২৪.কম/ই এ/এনএস
Posted ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.