
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেটে স্ত্রীর জিহ্বা দ্বিখণ্ডিত করা ও পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত বেলাল আহমদকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার সকালে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে হাজির হয়ে বেলাল আত্মসমর্পণ করেন। আদালতে তিনি জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ঘটনার পর থেকে পলাতক বেলাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে তার জামিন আবেদন নামঞ্জুরের করে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর রাতে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম দর্শা গ্রামে দুই সহযোগীসহ স্ত্রী সুমাদের বাড়িতে যায় বেলাল। সুমাকে ঘর থেকে পার্শ্ববর্তী একটি ঘরে ডেকে নিয়ে সঙ্গীদের সহযোগিতায় সুমার জিহ্বা ও পায়ের রগ কেটে দেয় বেলাল।
ঘটনার পর থেকেই বেলাল পলাতক ছিল। এ ঘটনায় বিলালের মা জয়বুন, মামাতো ভাই ফয়েজ মিয়া ও ভাগনে রেদওয়ান আহমদও কারাগারে আছেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.