
সিলেট সংবাদদাতা,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: সিলেটে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় মই থেকে পড়ে প্রণয় চন্দ্র দাস (৪৫) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
(৪নভেম্বর) শুক্রবার বিকেলে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি মৌলভীবাজার জেলার সাদুবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় ঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়। বিকেলে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন প্রণয় চন্দ্র দাস। হঠাৎ করে তিনি মই থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট-১ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের শুক্রবার সন্ধ্যায় সংবাদমেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ১০:১১ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.