
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেটঃ নগরীর সোবহানীঘাট এলাকায় মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা ভবন দখল করতে গিয়ে আটক হয়েছেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী হোসেন।
শনিবার বিকেলে তিনি দলবল নিয়ে দুবাই টাওয়ার নামে একটি ভবনে দখল নিতে যান। এসময় কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।
মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলা দুতলা দুবাই টাওয়ারের দ্বিতীয় তলা ভাড়া নিয়েছে নিউ লাইফ সিকিউরিটি কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। এর প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান জানান, শনিবার বিকেলে ছাত্রলীগ নেতা আলী হোসেন কয়েকজনকে নিয়ে ওই ভবনের নিচতলার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দখলের চেষ্টা চালান। পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, “সোবহানীঘাট এলাকায় বাসা দখল করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়া তার বিরুদ্ধে মহানগরীর শাহপরাণ থানায় বিষ্ফোরক মামলা রয়েছে। এর আগেও গত বছর পুলিশ তাকে গ্রেপ্তার করে।”
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:২২ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.