
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
সিলেটের শিববাড়িতে জিঙ্গিবিরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে রওনা দিয়েছে।
বুধবার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকরা আজাদকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাদের পরামর্শ অনুযায়ী তাঁকে দেশে ফেরত আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। দেশে এনে তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হবে। আশা করি, অল্প সময়ের মধ্যে আজাদের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে।
গত রোববার রাত ৮টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় র্যাবের এ পরিচালককে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এর আগে বোমা হামলার পরপরই তিনি প্রথমে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিলেটের শিববাড়িতে আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গিবিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টের কাছে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর এক ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হন অন্তত ৪৫ জন।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এন
Posted ৬:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.