সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন যুবক আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে লালদিঘীর পাড় হোটেল আল আমিনে সাইনবোর্ড লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লালদিঘীর পাড় ঐশি অ্যাড অ্যান্ড সাইনের কর্মচারী রিপন দাস, কবির আহমদ ও আনছার আলী। বর্তমানে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোটেল আল আমিনের সাইনবোর্ড লাগাতে পাঁচতলা ভবনের ওপরে কাজ করছিলেন তিনজন। এক পর্যায়ে ১১ হাজার ভল্টেজের তারে স্পৃষ্ট হয়ে দু’জন ভবনের নিচে পড়ে যান এবং অপর একজন উপরে ঝুলে থাকেন।
এ সময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে খবর দিলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, এ ঘটনায় আল আমিন হোটেলের ম্যানেজার লুৎফুর রহমানকে আটক করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএইচএস/এসএ
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.