
সিলেট সংবাদদাতা,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেটে বিজিবি-বিএসএফ’র আঞ্চলিক কমান্ডার পর্যায়ের চারদিনের সীমান্ত সমন্বয়ন সম্মেলন সম্পন্ন হয়েছে।
(১৮ নভেম্বর) শুক্রবার বিকেলে নগরীর একটি হোটেলের হলরুমে সম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিজিবি ও বিএসএফ’র প্রতিনিধি দলের প্রধানরা।
সম্মেলনে বিজিবির পক্ষে আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর উল্লাহ চৌধুরী ও বিএসএফ’র পক্ষে মেঘালয় রাজ্যের আইজি পি. কে. দুবে নেতৃত্ব দেন।
মতবিনিময়কালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর উল্লাহ চৌধুরী জানান, সম্মেলনে সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্তে বিরাজমান দুই দেশের সমস্যা নিয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।
সম্মেলনে বিজিবির পক্ষ থেকে সীমান্তে বাংলাদেশী নাগরিকদের লক্ষ্য করে গুলি ও মাদকের অনুপ্রবেশের উপর গুরুত্বারোপ করা হয়। অন্যদিকে বিএসএফ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধের প্রতি জোর দেয়। এই সম্মেলনের ফলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে বিএসএফ’র আইজি পি. কে. দুবে বলেন- সীমান্তে হত্যাকান্ডের ঘটনা কমে এসেছে। গত দুইবছরে মেঘালয় সীমান্তে বিএসএফ’র গুলিতে কোন বাংলাদেশী হত্যার ঘটনা ঘটেনি।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.