
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
(১৪ ডিসেম্বর) বুধবার সকালে দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের মাহিন আহমেদ (৩০), জেসমিন বেগম (৩৫) ও সুজন মিয়া (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকালে সাতমাইল এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ২:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.