
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: জেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে ৪ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, চার জনের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান (আনারস), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক এনামুল হক সরদার (কাপ-পিরিচ), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) ও মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
এদিকে, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর একই স্থানে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।
নির্বাচন কর্মকর্তা আরো জানান, “জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য পদে ১০৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৮ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।”
আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন জেলার ১৫টি ওয়ার্ডের ১ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.