
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেট: সাবেক সংসদ সদস্য শফিকুর রহমানের গাড়ি ভাঙচুরের জেরে নগরীতে পরিবহন শ্রমিকদের দুটি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার বিকেল ৪টার দিকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সোবহানীঘাটের কার্যালয় এবং বিকেল ৫টার দিকে টিলাগড় এলাকায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করা হয়।
শ্রমিক-পুলিশ সংঘর্ষের জেরে শনিবার সকালে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দেন মাইক্রোবাস শ্রমিকরা। দুপুরে ওই ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু বিকেল পৌনে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট উপশহর মূল সড়কে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানের গাড়ি ভাঙচুর করেন ধর্মঘটকারী পরিবহন শ্রমিকরা।
এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সোবহানীঘাট উপশহর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সোবহানীঘাটের কার্যালয় ভাঙচুর করেন।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী বলেন, “বিক্ষোভ করছেন দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনতা। আর শ্রমিকদের মধ্যে কিছু দুষ্কৃতকারী রয়েছেন, তারাই ধর্মঘট প্রত্যাহার মেনে নেয়নি। পরে নিজেদের কার্যালয় ভাঙচুর করেছেন।”
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.