
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেটে ভারতীয় ‘তীর শিলং’ নামক জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
(১৮ নভেম্বর) শুক্রবার দুপুরে নগরীর কাজীর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম রেজিস্টার, টোকেন বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জে ছাতক উপজেলার চরেরবন গ্রামের হেনু মিয়ার ছেলে জুয়েল, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনেই গ্রামের খলিলুর রহমানের ছেলে কবির, সদরের তেঘরিয়া গ্রামের জব্বার মিয়ার ছেলে রাসেল, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের মৃত আবদুল মতিনের ছেলে কামাল, মৌলভীবাজার সদরের বরহাট গ্রামের ময়না মিয়ার ছেলে জাহেদ আহমদ, চাঁদপুর জেলার মতলবের চাটপুর গ্রামের হান্নান মিয়ার ছেলে সজিব, সিলেটের জালালাবাদ থানার ডরা গ্রামের আবদুন নুরের ছেলে রিপন খাঁ, কোতোয়ালি থানার কাজীর বাজার মোগলটুলা এলাকার হেলাল আহমদের ছেলে টিপু সুলতান, একই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে সুজাত আহমদ, সুরুজ আলীর ছেলে মোস্তাক, আবদুল হান্নানের ছেলে সৈকত, তোপখানা আফসর মিয়ার কলোনির বাসিন্দা মানিক মিয়ার ছেলে জাহাঙ্গীর, শেখঘাট কলাপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে রায়হান এবং রংপুরের বদরগঞ্জ থানার সরকারপাড়া গ্রামের আজমল হক সরদারের ছেলে রশিদ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি সোহেল আহমদ সংবাদমেইলকে জানান, বিকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার নগরীর লালাদীঘিরপাড়ে অবৈধ তীর খেলার আস্তানা থেকে প্রায় দেড় লাখ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.