সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ছুরিকাহত ঝুমা (ফাইল ফটো)
সিলেট: জেলার জকিগঞ্জে কলেজছাত্রী ঝুমা বেগমকে ছুরিকাঘাতকারী যুবক বাহার উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বাহারের বড় ভাই নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জকিগঞ্জের মির্জাচক হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আহত ঝুমা জকিগঞ্জের রসুলপুর গ্রামের ভ্যানচালক মুসলিম আলীর মেয়ে। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজের এইচএসসির ছাত্রী।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জুমাকে একই গ্রামের বাহার (২৪) নামে এক বখাটে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে সালিশও হয়েছে। গত রোববার মায়ের সঙ্গে ছোট ভাইকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ বাহার পথ আটকে তাকে বিয়ের প্রস্তাব দেন। এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাহার ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় তার মাও আহত হন।
এ ঘটনায় গত সোমবার জকিগঞ্জ থানায় একটি মামলা করে ঝুমার পরিবার।
সংবাদমেইল২৪.কম/এমএস/এনএস
Posted ৫:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.