
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৬ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসছেন।
দলীয় সুত্রে জানা যায়,আগামী (২৩ নভেম্বর) বুধবার আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত জনসভা ও জালালাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দিবেন।
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন সংবাদমেইলকে জানান,দলের শীর্ষ নেত্রী ও প্রধানমত্রী শেখ হাসিনার আগমন ও তার সফরকে সফল করার লক্ষে (০৬ নভেস্বর) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের সদস্য সাবেক সিটি মেয়র বদর উদ্দিন কামরান, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো. লুৎফুর রহমান,সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিৎ চৌধুরী,অধ্যাপক জাকির হোসাইন, এটিএম হাসান জেবুল, তপন মিত্র,প্রিন্স সদরুজ্জামান, অ্যাডভোকেট শাসমুল ইসলাম, শেখ মখলু মিয়া প্রমূখ।
এছাড়াও দলীয় এ জরুরী সভায় জেলা ও মহানগর আ’লীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা সিলেটে আসছেন এ জন্য সিলেট জেলা পুলিশ,সিলেট মেট্রোপলিটন (এসএমপি) ও বিভিন্ন সরকারী সংস্থার সদস্যরা নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে।
অপরদিকে ‘প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর সিলেট আগমণ উপলক্ষে পূর্বঘোষিত আগামী (৯ নভেম্বর) বুধবার দুপুর ০২টায় সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সংবর্ধনা সভা বাতিল করা হয়েছে।
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধরী রবিবার রাত ১০টায় মোবাইলে সংবাদমেইলকে দলীয় জনসভা ও প্রধানমন্ত্রীর আগমনের সত্যতা নিশ্চিত করেন।
সংবাদেমইল২৪.কম/এসএস/নাশ
Posted ১০:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৬ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.