
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: সিলেটে আসছেন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়মীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
দলীয় সুত্রে জানা যায়,আগামী (০৯ নভেম্বর) বুধবার দুপুর ০২টায় সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় আওয়ামীলীগে স্থান পাওয়া নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের।
এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিঠিতে স্থান পাওয়া সিলেটি নেতাদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,সভাপতিমন্ডলীর সদস্য শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ।
অপরদিকে সংবর্ধনা অনুষ্ঠানে জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেনও উপস্থিত হবেন বলে জানা যায়।
সংবর্ধনায় উপস্থিত থাকবেন,আ’লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিলেটের নতুন নেতারা।
এদিকে সরকারের ০৩ প্রভাবশালী মন্ত্রী একযোগে সিলেটে আসায় সিলেট মেট্রোপলিটন (এসএমপির) পক্ষ থেকে সংবর্ধনা স্থানসহ পুরো সিলেটে ব্যাপক নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিয়েছে।
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধরী শনিবার সন্ধ্যায় মোবাইলে সংবাদমেইলকে দলীয় এমন কর্মসূচির সত্যতা নিশ্চিত করেন।
সংবাদেমইল২৪.কম/শরীফ/নাশ
Posted ৬:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.