হবিগঞ্জ জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার মাধবপুরে পাহাড়ি ঢলে একটি ব্রিজ দেবে যাওয়ার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দেবে যাওয়া ব্রিজটি মেরামতের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ঢল নেমেছে। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬নং ব্রিজটি দেবে যায়। ফলে বন্ধ হয়ে পড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন খান বলেন, “পাহাড়ি ঢলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সকাল থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিজটি মেরামতের জন্য কাজ চলছে। মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে সময় লাগতে পারে।”
সংবাদমেইল২৪.কম/এসইউআই/এন আই
Posted ৪:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.