
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
সকল প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির অনুমোদনের পর বুধবারই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
এর আগে বুধবার সকালে এ তালিকা পাঠানো হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
সার্চ কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- বিচারপতি ওবায়দুল হাসান, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ-উপাচার্য্য শিরীন আকতার।
বঙ্গভবনের চিঠি পাওয়ার পর সার সংক্ষেপ তৈরি করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, ছয় সদস্যের সার্চ কমিটি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।সার্চ কমিটি গঠন সম্পন্ন হলে তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য নাম প্রস্তাব করবে। প্রস্তাবিত নামের মধ্য থেকে একজন পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দেবেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.