
| শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ফাইল ফটো:
প্রতি বছরের ন্যায় এবারও ’পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৭’ পালন করা হবে।
আগামী ০১ জানুয়ারি রোববার সারাদেশে সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কেন্দ্রীয়ভাবে ঢাকায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিন সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই উৎসব পালিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, এবছর শিক্ষার্থীদের মাঝে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫টি বই বিতরণ করা হবে। এছাড়া, এবছর ৫টি ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছাপানোর পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবার ব্রেইল পদ্ধতিতেও বই ছাপা হয়েছে।
ইতিমধ্যে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৭’ যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় বলেও জানানো হয়।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৬:২০ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.