
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা ও উপধারা বাতিলের দাবীতে ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে বইয়ের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এছাড়াও ২৬ ডিসেম্বর ৬৪ জেলায় এক ঘন্টার মানবন্ধন কর্মসূচি পালন করবেন। একইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতেও তাদের দাবী পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
(২৪ ডিসেম্বর) শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের ১ম সহ-সভাপতি মো: সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা আইন বিষয়ক সম্পাদক শ্যামল পাল ও সহ-সভাপতি গাজীয় জহিরুল ইসলাম।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দাবী, তারা নোট-গাইড প্রকাশ করছেন না। তারা সহায়ক বই প্রকাশ করছেন আর প্রস্তাবিত শিক্ষা আইনে সেই সহায়ক বই প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়াধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন বাধ্যতামূলক করা হচ্ছে। তাদের ভাষায়, “সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে বই প্রকাশ করার পৃথিবীতেই বিরল।”
প্রকাশক সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত শিক্ষা আইনের মাধ্যমে সহায়ক গ্রন্থ প্রকাশ বন্ধ হয়ে যাবে। ফলে প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। তাই তারা শিক্ষা আইনের সংশ্লিষ্ট ওই ধারাগুলো বাতিলে দাবীতে ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে বইয়েরর দোকান বন্ধ রাখবেন।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৬:০১ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.