
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা জিয়াউল হক জিয়া (৬৪) আর নেই। ক্যান্সারে আক্রান্ত জিয়া ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার সাড়ে ৮টায় সেখানেই তার মৃত্যু হয়েছে বলে তার ছেলে মুশফিকুল হক জয় জানান । তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার তার মরদেহ দেশে নেওয়া হবে।”
১৯৫৩ সালের ১১ মার্চ লক্ষ্মীপুরে জন্ম নেওয়া জিয়াউল হক চাকরি করেছেন রূপালী ব্যাংকে। ১৯৮৬ সালে তিনি বিএনপিতে যোগ দেন।
বিএনপির মনোনয়নে লক্ষ্মীপুর-১ আসন থেকে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
খালেদা জিয়া নেতৃত্বাধীন ২০০১-২০০৬ সরকারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন জিয়া।
জরুরি অবস্থার সময় দলে ‘সংস্কারপন্থি’ হিসেবে পরিচিতি পাওয়া জিয়াকে পরের নির্বাচনে আর মনোনয়ন দেওয়া হয়নি।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাঁদাবাজি ও দুর্নীতির বেশ কিছু মামলা হয় সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। এর মধ্যে তিনটি মামলায় তার ৩১ বছরের সাজার রায় এলেও পরে একটি মামলায় তিনি আপিল করে খালাস পান।অন্য মামলাগুলোর কার্যক্রম আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৫:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.