
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৪ মার্চ ২০১৮ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার (অবসরপ্রাপ্ত) কর্নেল মো শওকত আলী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ।
গত (১৩ মার্চ) মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
জানা যায়, সাবেক ডেপুটি স্পীকারের আমন্ত্রনে সেলিম আহমেদ প্রায় ৩০ মিনিটের একান্ত সাক্ষাৎকালে শুরুতেই প্রবাসী এই সাংবাদিক দেশ বিদেশের গণমাধ্যমকর্মীদের বিভিন্ন দাবিগুলো অবগত করেন। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন। এসময় শওকত আলী বলেন সরকার এ ব্যাপারে যতেষ্ট আন্তরিক রয়েছে। প্রবাসীদের অনেক কল্যাণমূলক কাজ হাতে নিয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মী ও প্রবাসীদের দাবিগুলো বাস্থবায়নের আশ্বাস দেন।
উল্লেখ্য, কুলাউড়ার কৃতি সন্তান সাংবাদিক সেলিম আহমেদ রিপোটার্স এসোশিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব শাখার প্রচার সম্পাদক, দৈনিক উত্তরপর্ব, বাংলাটিভি,জিটিভির সৌদি আরব প্রতিনিধিত্ব করছেন। এছাড়া বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের নির্বাহী সদস্যের দায়িত্বরত রয়েছেন
Posted ৬:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৪ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.