সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহন ফের পেছাল। বুধবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে সব আসামি হাজির না হওয়ায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ করেননি।
তবে পরবর্তী সময় সাক্ষ্যগ্রহণের জন্য ১ মার্চ তারিখ ধার্য করেছেন বিচারক। এ নিয়ে টানা চার দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ পেছাল।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর সংবাদমেইলকে জানান, বুধবার মামলার ধার্য তারিখে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাময়িক বরখাস্তকৃত মেয়র গৌছসহ জামিনে থাকা আসামিরা আদালতে হাজির হলেও সাক্ষী ও ঢাকার কাশিমপুর কারাগারে থাকা আসামিরা হাজির হননি। ফলে আদালত মামলার পরবর্তী তারিখ ১ মার্চ নির্ধারণ করেন। এর আগে গত ১৭, ১৮ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি একই কারণে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়। মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.