ফিফার অনুমোদন না আসায় আসন্ন সাফ ফুটবলে বাংলাদেশের হয়ে খেলা হচ্ছে না নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলের। তাকে বাইরে রেখে সোমবার সন্ধ্যায় ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। ১ অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।
শিরোপা জয়ের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।
প্রাথমিক দল ছিল ২৭ জনের। কিংসলের সাথে তাই ছিটকে পড়েছেন আরো তিনজন। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের সাফ অভিযানের দলে নেই মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা, ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু ও আতিকুজ্জামান।
বাংলাদেশ স্কোয়াড : গোলকিপার : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।