
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ছবিঃ নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন
গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসভবনে তিনি গুলিবিদ্ধ হন। এসময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
আহত লিটনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান। তার শরীরে পাঁচটি গুলি লেগেছে।
ওসি আতিয়ার রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে যাওয়ার পর ঘটনার বিস্তারিত জানতে পারবো।”
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য লিটন মদ্যপ অবস্থায় সুন্দরগঞ্জ থেকে বামনডাংগা যাওয়ার পথে ভোরে গোপালচরণ গ্রামের সাজু মিয়ার শিশুপুত্র সৌরভের দুই পায়ে গুলি করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ১৪ অক্টোবর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জেলা কারাগারে ২৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান আলোচিত এই এমপি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৮:১৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.