
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সম্প্রতি সারা দেশে সাংবাদিকদের গুম, হত্যা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া স্টেশন চৌমোহনীতে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় একাত্মতা পোষন করে মানববন্ধনে বক্তব্য দেন কমিউনিষ্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সৈয়দ আশফাক তানভীর ও মাহফুজ শাকিল, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ,নির্বাহী সদস্য আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ ইউসুফ আহমদ ইমন, ঊষার আলোর সম্পাদক নোমান আহমদ, সংবাদকর্মী এইচডি রুবেল,উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়জুল হক, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সম্পাদক এম আই মুর্শেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহিদুল ইসলাম তনয়, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুছ, চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য সুমন আহমদ, প্রিয় কুলাউড়ার সহ সম্পাদক নাজমুল বারী সুহেল, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড সদস্য আব্দুল মুহিত বাবলু,জাহেদ রহমান,সাইফুর রহমান আফজল,সদস্য জাবেদ মাহবুব প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে একাত্মতা পোষন করে অংশ নেয় সামাজিক কুলাউড়া ইউনাইটেড রয়েল্স ক্লাব।
মানববন্ধনে বক্তারা ঢাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা গত ২৬ জানুয়ারি আধাবেলা হরতাল চলাকালে পুলিশি নির্যাতনের শিকার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীমসহ অতীতে ঘটে যাওয়া সকল সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা রহস্য দ্রুত উদ্ঘাটনের মাধ্যমে বিচার পক্রিয়া সম্পন্ন করারও দাবী জানান।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.