
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা ।
(৩০ জানুয়ারি) সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয় ।
সংগঠনের সভাপতি অ্যাড. রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী,প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু,সমকাল প্রতিনিধি নূরুল ইসলাম,মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরেদৗস আহমদ,দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ,পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব,বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী,যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, এশিয়ান টিভি প্রতিনিধি এম এ হামিদ,মাই টিভি প্রতিনিধি সঞ্জয় কুমার দে,চ্যানেল ২৪ ফোর ক্যামেরা পার্সন আলী হোসেন রাজন প্রমুখ ।
সাংবাদিকরা তাদের বক্তৃতায় সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের কঠোর শাস্তি দাবি করে বলেন, ভবিষ্যতে যাতে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার পূণরাবৃত্তি না ঘটে তার জন্য সরকারের প্রতি আহবান জানান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অবজারভার জেলা প্রতিনিধি অশোক কুমার দাশ,একাত্তর টিভি জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, বিটিভি জেলা প্রতিনিধি হাসনাত কামাল,যমুনা টিভি জেলা প্রতিনিধি আফরোজ আহমদ,দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ চৌধুরী,বাংলাট্রিবিউন জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,মানবজমিন ষ্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দ্দিন,গাজী টিভি জেলা প্রতিনিধি হৃদয় দেবনাথ,বিজয় টিভি জেলা প্রতিনিধি জাফর খান,চ্যনেল এস জেলা প্রতিনিধি তাপস দাশ,দৈনিক ভোরের পাতা এস এ কাঁকন,প্রথম ভোর জেলা প্রতিনিধি মাহমুদ এইচ খাঁন,বাংলা নিউজ জেলা প্রতিনিধি এমদাদুল হক,প্রথম ভোর জেলা প্রতিনিধি আবু হানিফ দেশপক্ষ স্টাফ রিপোর্টার এম.এ রুমান আহমদ,মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহযোগী সদস্য জুলফিকার আলী ভুট্টো,আমীর হোসেন,মঞ্জু বিজয় চৌধুরীসহ অনেকে।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৯:০৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.