
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সাংবাদিকদের কল্যাণের স্বার্থে এই শ্লোগানকে সামনে রেখে কুলাউড়ার কৃতি সন্তান সহযোদ্ধা প্রবাসী কলম সৈনিকদের সংবর্ধনার মাধ্যমে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে এ অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উৎসবমূখর পরিবেশে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশন ও ইমজার সভাপতি আল আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাপ্তাহিক কুলাউড়ার ডাকের বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হক,সিলেট ইমজার সহ-সম্পাদক মোয়াজ্জেম সাজু, অগ্রনী ব্যাংক কঠারকোনা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার দত্ত,মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়,কুলাউড়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী,অনুকাব্য কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান ও আতিকুর রহমান প্রমূখ।
প্রবাসী সাংবাদিক হিসেবে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন স্পেন-বাংলা প্রেসক্লাবের সদস্য তুতিউর রহমান,আক্তারুল আলম রুবেল ও সাজ্জাদ মুন্না।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাহফুজ শাকিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র মীর বহর, কৃষি ব্যাংক শহীদনগর শাখার ব্যবস্থাপক রঞ্জিত ভট্টাচার্য্য, সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ,সাপ্তাহিক কুলাউড়ার সংলাপের সহকারী বার্তা সম্পাদক আব্দুল কুদ্দুছ,কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন,হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, অনলাইন প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল,পূর্বপশ্চিমবিডির মৌলভীবাজার প্রতিনিধি এমএ কাইয়ুম, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সহ-সভাপতি মোশারফ সুমন,মুক্ত স্কাউট গ্রুপের সাধারন সম্পাদক সামছুদ্দিন বাবু, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন কবির, সহ সভাপতি সৈয়দ আশফাক তানভীর,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,কোষাধ্যক্ষ ইউসুফ আহমদ ইমন, নির্বাহী সদস্য সুমন আহমদ।
অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভা শেষে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রবাসী সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট দেন অতিথিরা।
সংবাদমেইল২৪.কম/এনএস/এনএস
Posted ৪:০২ অপরাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.