
বিশেষ প্রতিনিধি,সৌদি আরবঃ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
করোনা মহামারি শুধু মানুষের জীবন নয়, বিপদগ্রস্ত করেছে অর্থনীতির চাকাও । তবে এর মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা বিপুল পরিমাণ প্রবাসী আয় পাঠাচ্ছেন । অন্যদিকে নতুন করে বিদেশে কর্মী যাওয়াও থেমে নেই । কিন্তু বিদেশগামী ব্যক্তিদের জন্য কোভিডের টিকা অতি গুরুত্বপূর্ণ । সরকার তাই অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কর্মীদের জন্য টিকা নিশ্চিত করছে । পবিত্র মক্কায় বৃহত্তর সিলেট বিভাগীয় মক্কা ও জেদ্দার প্রবাসীদের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু এসব কথা বলেন ।
বাংলাদেশ সরকারের প্রধনমন্ত্রীর প্রটোকল অফিসার (২) আবু জাফর রাজু বলেন , প্রবাসীদের হয়রানিরোধে শেখ হাসিনা সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। কর্মীদের বিদেশ গমনকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে এনেছে । সর্বত্র সচেতনতামূলক প্রচারণা ও আইন প্রয়োগের মাধ্যমে দালালদের দৌরাত্ম্য অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হয়েছে । বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ফলে নির্বিঘ্নে বিদেশে যেতে পারছেন কর্মীরা । এসব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিকতার কারণে ।
পবিত্র মক্কায় ১৩ অক্টোবর বুধবার রাতে স্থানীয় একটি হোটেলে বৃহত্তর সিলেট বিভাগের জেদ্দা ও মক্কার প্রবাসীরা এক মতবিনিময় সভার আয়োজন করে । সাংবাদিক সেলিম আহমেদের পরিচালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু । এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইডিসির ব্রাঞ্চ ম্যানেজার নাজিম উদ্দিন । সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সুহেল রানা , মোস্তাক আহমেদ বাদশা, জিতু আহমেদ,শাহ নিজাম উদ্দিন শাকি, কামাল আহমেদ, খলিলুর রহমান ও নবীন খান প্রমুখ ।
প্রথান অতিথি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) আবু জাফর রাজু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা আজ বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপ্রধান । তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ এখন সুসম্পন্ন হয়েছে । তাঁর মতো এতো আন্তরিকভাবে প্রবাসীদের জন্য অন্য কোনো সরকার কাজ করেনি । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রবাসি বান্ধব সরকার ।
Posted ১:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.