
শরীফ আহমেদ,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, এই দুর্যোগময় সময়ে সরকারের পাশাপাশি প্রবাসীরা যেভাবে সাহায্যের হাত প্রসারিত করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আগামীতেও এমাটির সন্তান হিসেবে সকল দুর্যোগপূর্ণ মুহূর্তে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
(২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে বড়লেখা উপজেলার অসহায় বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক প্রেসিডেন্ট ফজলুর রহমান ফজলু, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, জেলা যুবলীগের সহ সভাপতি কায়ছার পারভেজ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর ট্রাস্টি বোর্ডর সদস্য মামুনুর রশীদ শিপলু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর নির্বাচন কমিশনের সদস্য নিয়াজ উদ্দিন আহমদ, রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, জেলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র সদস্য সোহরাব হোসেন, তালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক বাদল, নজমুল আবেদীন, বড়লেখা কেন্দ্রিয় জামে মসজিদের অর্থ সম্পাদক আলহাজ্জ্ব মো. আব্দুর নুর, তাজুল ইসলাম চোধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসনু সোবাদার, তালিমপুর ইউপি সদস্য আব্দুল মতলিব, মাদ্রাসা পরিচালচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান, মুরাদ হোসেন, ব্যবসায়ী ফজলু মিয়া, সিরাজুল ইসলাম, পূর্ব জুড়ী আঞ্চলিক সমাজকল্যাণ সংস্থার সভাপতি রুমেল আহমদ, সম্পাদক আবদুল আহাদ, জাহিন উদ্দিন, ফরহাদ আহমদ, ইমরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য,বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে ৫’শত দরিদ্র মানুষের মাঝে ত্রান এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে জেলার আখাইলকুড়া ইউনিয়ন, রাজনগর, কুলাউড়া ও জুড়ি উপজেলায় ত্রান বিতরণ করে যুক্তরাষ্ট্রস্থ ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’। এছাড়াও কমলগঞ্জ সহ আরও কয়েকটি স্থানে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রস্থ ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’ এর প্রেসিডেন্ট ফজলুর রহমান ফজলু।
সংবাদমেইল২৪.কম/এআরই/এনআই
Posted ১১:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.