
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: বর্তমান সরকারের আমলে কার্ডধারী সাংবাদিকদের জন্য সরকারি হাসপাতালগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে কোনো হাসপাতাল সাংবাদিকদের বিনামূল্যে চিকিৎসা না করাতে চাইলে তাকে জানানোর কথা বলেছেন স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী বলেন, “ইতোমধ্যে দেশে খুব ভালো মানের সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন করা হয়েছে। সেখানে ভালো চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা করা হয়। এসব হাসপাতাল থেকে অনেক লোক উপকৃত হচ্ছেন।”
অনিয়মের অভিযোগে ইতোমধ্যে আইন অমান্যকারী বেসরকারি মেডিক্যাল কলেজগুলো বন্ধ করার কথা উল্ল্যেখ করে মোহাম্মদ নাসিম বলেন, “আবারো যদি কেউ অনিয়ম করে তাহলে সেগুলোও বন্ধ করে দেয়া হবে।”
ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএসএমএমইউ এর সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম এবং নরডিস্ক এন হেড অব মার্কেটিং ডা. মোহাম্মদ সাইফুল।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ১০:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.