
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
হা-মীম গ্রুপের মালিকানাধীন টাইমস মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা সমকালের কুলাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর।
গত ২৫ নভেম্বর সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির স্বাক্ষরিত পত্রে তাঁকে সংবাদদাতা থেকে কুলাউড়া প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
এর আগে আশফাক তানভীর দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে সমকাল ছাড়াও দৈনিক মৌমাছি কণ্ঠ ও সাপ্তাহিক মানব ঠিকানায় কর্মরত রয়েছেন।
উল্লেখ্য,আশফাক তানভীর উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের তরফী সাহেব বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আবিদ হোসেনের জৈষ্ঠ্য পুত্র। পড়াশোনায় লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন এবং প্রেসক্লাব কুলাউড়ার অর্থ সম্পাদক ও এবং সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন কালে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.