লন্ডন সংবাদদাতা: | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
যুক্তরাজ্যে অবস্থানরত সন্দ্বীপের মানুষদের নিয়ে গঠিত সন্দ্বীপ সমিতি ইউকের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান লিঙ্কন। অপরদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজুর রহমান রাসেল।
গত শনিবার ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সন্দ্বীপ সমিতি ইউকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ কমিটি আগামী ২ বছর নেতৃত্ব দেবে। বার্ষিক সাধারণ সভায় বক্তারা সন্দ্বীপের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভায় বক্তারা সন্দ্বীপ সমিতি ইউকে গত ৩ বছরে সন্দ্বীপের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও করোনাকালীন সহযোগিতার এক দৃষ্টান্তমূলক নজির সৃষ্টি হয়েছে বলে অভিমত প্রকাশ করেন।
এজিএম শেষে উপস্থিত সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বচিত হয়। কমিটির নির্বাচিত কোষাধ্যক্ষ হলেন ইকবাল হোসাইন বাবলু। তিনি সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সভায় সিদ্ধান্ত হয় নতুন কমিটি আগামী ১ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবে।
নির্বাচন শেষে নবনির্বাচিত কার্যকরী কমিটিকে বরণ করে নেন সন্দ্বীপ সমিতি ইউকের বিদায়ী সভাপতি শিব্বীর আহমেদ তালুকদার, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মনির মাহমুদ, কার্যকরী কমিটির সহ-সভাপতি মো. ফসিউদ্দিন, সেলিম চৌধুরী ও গুণী ব্যক্তিরা।
নবনির্বাচিত কার্যকরী কমিটির পক্ষ থেকে সভাপতি মো. মিজানুর রহমান লিঙ্কন শুভেচ্ছা বক্তব্য দেন ও সন্দ্বীপের জনগণের সুখে-দুঃখে একসঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। হাসিখুশি, সৌহার্দ ও সম্প্রীতির মাধ্যমে সন্দ্বীপ সমিতি ইউকের এজিএম সম্পন্ন হয়।
Posted ১১:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.