বুধবার ২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২ আশ্বিন, ১৪৩০

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষ ঘুরে দাঁড়িয়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী

জয়নাল আবেদীন,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষ ঘুরে দাঁড়িয়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি সঠিক না থাকলে উন্নয়নের চাকা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক ইনভেষ্ট করেছেন। আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। অতীতের যে কোন সময়ের চেয়ে দেশের আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল। শমশেরনগরকে শীঘ্রই একটি প্রশাসনিক থানায় উন্নীত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝে মধ্যে পুলিশের সাথে ধাক্কাধাক্কি লেগে যায়। বৃহস্পতিবার তাই হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর প্রাক্তন ছাত্র পুর্নমিলনী অনুষ্টানে বলেছেন, পুলিশ আগের চেয়ে অনেক ভাল। সার্চ কমিটি বিষয়ে তিনি বলেন, আপত্তি ছাড়া বিএনপি কোন বিষয়েই মানে না। আপত্তি করাই বিএনপি’র প্রক্রিয়া। সময়মতো তারা নির্বাচনে ঠিকই যাবে।


জঙ্গী মুসা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গী মুসা পুলিশের নজরদারিতে আছে। যেকোন সময়ে গ্রেফতার হবে।

তিনি শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সিংরাউলী মাঠে দুইদিনব্যাপী প্রাক্তন ছাত্র পূণর্মিলনী ও পিঠামেলা-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।


এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শমশেনগর রেলস্টেশন এলাকায় পুণ:সংস্কারকৃত ঐতিহ্যবাহী ইরানী তোরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শমশেরনগর প্রাক্তন ছাত্র পূণর্মিলনী পরিষদের সভাপতি অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমানের সভাপতিত্বে এবং শামসুল হক মিন্টু ও তারেকুজ্জামান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দীন সিরাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পুলিশের সাবেক এআইজি সৈয়দ বজলুল করিম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা আং রহিম (দুদ মিয়া) প্রমুখ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল মতিন এমপি, সৈয়দা সায়েরা মহসীন এমপি, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, মিছবাউর রহমান, সাইফুর রহমান বাবুল, কেন্দ্রিয় ছাত্রলীগ সদস্য শাওন আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শমশেরনগর চাতলাপুর রোডে ব্রাদার্স পার্টি সেন্টারে শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। মুক্তিযোদ্দা সংবর্ধনা অনুষ্ঠানে কমলগঞ্জ মুক্তিযোদ্দা কামান্ডার আব্দুল মুনিম তরফদারের সভাপতিত্বে ও  ব্রাদার্স পার্টি সেন্টারে পরিচালক মুজিবুর রহমান রঞ্জুর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সৈয়দা সায়েরা মহসিন এমপি, মুক্তিযোদ্দা আব্দুল খালিক, মহিলা ভাইস চেয়ারম্যান পারবিন আক্তার লিলি।

সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১২:১৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত