বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর, ২০২৩ | ৬ আশ্বিন, ১৪৩০

সন্ত্রাসী হামলায় মৌলভীবাজারে পৌর কাউন্সিলর সহ ৫ জন আহত

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট  

সন্ত্রাসী হামলায় মৌলভীবাজারে পৌর কাউন্সিলর সহ ৫ জন আহত

মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীসহ তার পরিবারের ৪ সদস্য আহত হয়েছেন।                                               (শুক্রবার) রাত ৮টার দিকে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের বাসার ভেতর ঢুকে ১৫/২০জন সন্ত্রাসী কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের উপর এলোপাতারী হামলা চালায়। এসময় তাদের হামলায় স্বাগত দাস অজ্ঞান হয়ে  মেঝেতে পড়ে গেলে তিনি মারা গেছেন ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায় ও বাসার আসবাপত্র ভাংচুর করে। সন্ত্রাসীদের হামলায় আহত হন স্বাগত দাসের স্ত্রী জোনাকী দাস চৌধুরী, তার ছোট ভাইয়ের স্ত্রী তন্বীদাস চৌধুরী, চাচাত ভাই বাঁধন দাস চৌধুরী, চাচী রুমি দাস চৌধুরী। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর আহতদের আত্মচিৎকারে আশ পাশের লোকজন এসে স্বাগত কিশোর দাস আহতসহ অন্য ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে স্বাগত কিশোরের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তৃব্যরত চিকিৎসক জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। স্বাগত দাশ চৌধুরীর পরিবারের সদস্য, পুলিশ ও তার রাজনৈতিক সহকর্মীসহ অনান্যরা জানান এ হামলার ঘটনার সাথে জেলা যুবলীগের এক নেতার ইন্ধন রয়ছে। এদিকে এ খবর শহরে ছড়িয়ে পড়লে থমথমে অবস্থা বিরাজ করছে।                                             সংবাদমেইল/জেসি 

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত