
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানের হেড ক্লার্ক ও উপজেলা সার্ভে-আমিন কল্যাণ সমবায় সমিতি লিঃ এর “সার্ভে-উপদেষ্ঠা” মোঃ আকমল আলী (আমিন বাবু) আর নেই।
তিনি গত ৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। সদা হাস্যজ্জ্বোল, বিনয়ী, সদালাপী আমিন বাবুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ১১টায় প্রতাবী অগ্রনী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযার নামাজ পড়ান কালিটি চা-বাগান মসজিদের ইমাম ক্বারী ছখই আলী। পরে বেলা ২টায় নিজ জন্মমাটি জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর মসজিদ সংলগ্ন স্থানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।দ্বিতীয় জানাযার নামাজ পড়ান মাওঃ নজরুল ইসলাম মিঠুপুরী।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালিটি চা-বাগানের স্বত্বাধিকারী কয়ছর আহমদ, ব্যবস্থাপক প্রণব কুমার দাস, সহকারী ব্যবস্থাপক মোঃ তৌফিক মিয়া, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, কুলাউড়া উপজেলা সার্ভে-আমিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল মুহিত সেলিম, যুগ্ম সম্পাদক এ.কে.এম. মহিউদ্দিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.