শনিবার ২ ডিসেম্বর, ২০২৩ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০

সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সবধরণের ব্যবস্থা নেওয়া হবে- নির্বাচন কমিশনার কবিতা খানম

বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৩ মার্চ ২০১৭ | প্রিন্ট  

সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সবধরণের ব্যবস্থা নেওয়া হবে- নির্বাচন কমিশনার কবিতা খানম

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করছে কমিশন। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সবধরণের ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


কবিতা খানম বলেন, ‘কমিশন গঠনের পর পর অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন রক্তপাতহীন, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি। কমিশন সব ধরনের অনাস্থা, অবিশ্বাস থেকে উত্তরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।  এ ক্ষেত্রে কারো কোনো ধরণের গাফিলতি বরদাশত করা হবে না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এরকম নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রার্থীসহ সকল রাজনৈতিক দলেরও সহযোগিতার প্রয়োজন রয়েছে।’


এ সময় জেলা নির্বাচন অফিসার মো. মোখলেছুর রহমান, সিলেট জেলা নির্বাচন অফিসার মনির আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মুছা, বড়লেখা নির্বাচন কর্মকর্তা বাবলু সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৮:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত