
হাবিবুর রহমান ফজলু,আরব আমিরাত থেকেঃ | বুধবার, ২৩ মে ২০১৮ | প্রিন্ট
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আসতে হবে। তিনি বলেন আমিরাতে বাংলাদেশীদের শ্রম বাজার আবার চালু করার উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান। সংযুক্ত আরব আমিরাত আল আইন আওয়ামী পরিবারের সাথে এক মত বিনিময় সভায় এ কথাগুলো বলেন। আমিরাত আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী শিল্পপতি মোঃ কাচা উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন,দুবাই আওয়ামীলীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম, আল আইন আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা মাষ্টার সুল ইসলাম , আমিরাত আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রহমত আলী সোয়েব, প্রবাসী আওয়ামী নেতা জামাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামীনেতা মহিবুল ইসলাম, রফিকুল ইসলাম কিরন ও আল আইন আওয়ামীলীগের সহ সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন শুভ ,ব্যাবসায়ী আবদুল হক, মঈনুল ইসলাম, আল আইন যুবলীগ সভাপতি রুবেল, সামসুল করিম জাহাঙ্গীর,নজরুল ইসলাম,হাজী ফেরদুস আলম প্রমুখ।
অনুষ্ঠানে শেষে সংসদ সদস্য মুহিবুর রহমানের হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন কাচা উদ্দিন।
Posted ২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.