
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭ | প্রিন্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস ও ২১ আগষ্টের গ্রেনেড হামলায় সকল শহিদদের স্বরণে সংযুক্ত আরব আমিরাতের আল-আইন আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার রাতে হোটেল আলাউদ্দিন হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি লোকমান হোসাইন আনুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান ফজলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শারজাহ্ বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, আলআইন আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা মাষ্টার সামসুল আলম, হাজী চান মিয়া, হাজী রফিক মিয়া, সহ-সভাপতি জাহাঙ্গির আলম, আছকির মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, নুর উদ্দিন আহমদ, গিয়াস উদ্দিন আহমদ, উসমান হোসেন বাচ্চু, ফরহাদুর রহমান ফয়ছল, বাবুল মিয়া, দেলওয়ার হোসেন, ফরিদ মিয়া, দুবাই আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কাদের, আলআইন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাছা উদ্দীন কাছা, আলআইন আওয়ামীলীগের উপদেষ্টা রহমত আলী সুয়েব।
এছাড়াও বক্তব্য রাখেন শামিম আহমেদ, নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক করিম আহমদ রাজ, সাংগঠনিক সম্পাদক শেখ মাহবুবুল আলম মধুসহ আলআইন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাজী রফিক মিয়া। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রউফ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে ফেরত এনে দ্রুত রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
সংবাদমেইল/এনআই
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.