
বিশেষ প্রতিনধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৯ জুলাই ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় জাতীয় পার্টির নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি নিয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রী জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য এড. মাহবুবুল আলম শামীম।
শনিবার (২৮ জুলাই) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে ‘হাতাহাতির’ বিষয়টি খোলাসা করেন।
গত ২৭ জুলাই জেলা জাতীয় পার্টির সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে কুলাউড়া জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ঘটে যাওয়া ঘটনার দু:খ প্রকাশ করে তিনি বলেন, কুলাউড়া জাতীয় পার্টির কোনো গ্রুপিং নেই, জাতীয় পার্টি এক এবং অভিন্ন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জেলা কমিটির সভাপতি, সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে অচিরেই তা নিরশন করা হবে। এবং উপজেলা জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এক সাথে কাজ করে যাবো।
তিনি দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে সম্ভাব্য প্রার্থীতার ঘোষনা দেন।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.