
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
‘জাতিসংঘে অংশ নেওয়া সেই মনির পরিবার মুত্যুঝুঁকিতে’ শিরোনামে সংবাদমেইলে সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলো বিশ্ববাসীর কাছে বাংলাদেশের একমাত্র শিশু প্রতিনিধিত্বকারী সেই মনি বেগম।
জানা যায়, প্রকাশিত সংবাদটি কুলাউড়ার কৃতি সন্তান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশেনের চেয়ারম্যান সাবেক সচিব এ এফ এম ইয়াহিয়া চৌধুরী কুলাউড়ায় অবস্থানকালে তাঁর দৃষ্টিগোচর হলে তাঁরই নির্দেশে একটি এনজিও সংস্থার সহযোগিতায় (১৮ জানুয়ারি) বুধবার কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আসম কামরুল ইসলাম তাঁর কার্যালয়ে মনি বেগমের উপস্থিতিতিতে ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় এনজিও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাতিসংঘের ৭০তম অধিবেশনে ‘মনি বেগম বিশ্বের ১৯টি দেশ থেকে ১৯ জন শিশু প্রতিনিধির মধ্যে জাতিসংঘের ৭০তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে শিশুমৃত্যুর হার হ্রাস, বাল্যবিবাহ রোধ, কমিউনিটি ক্লিনিকগুলোতে মা ও শিশুর চিকিৎসা নিশ্চিতকরণ,শিশু নির্যাতন বন্ধসহ শিশুবিষয়ক নানা কথা তুলে ধরে বক্তৃতার মাধ্যমে বিশ্ববাসীর কাছে।’
মনি বেগম এক প্রতিক্রিয়ায় সংবাদমেইলকে বলেন, জাতিসংঘের অধিবেশনে যাওয়ার পূর্বে অনেকেই ফোন করেছেন,বাড়িতে এসে ছবি তুলে আনন্দ উল্লাস করলেন আর আজ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছি ওইসব ব্যক্তিরা কোথায়,এটাই কি সমাজের নিয়ম! পাশাপাশি আমি সংবাদমেইল পরিবারের কাছে চিরকৃতজ্ঞ।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সংবাদমেইলের নিজস্ব প্রতিবেদক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া মনির পরিবার মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে দেখে সরেজমিনে চিত্রসহ একটি প্রতিবেদন করেন। সংবাদটি সংবাদমেইলে প্রকাশিত হওয়ার পর আরো বিভিন্ন জাতীয়,স্থানীয়সাপ্তাহিক,অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশ পায়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:১২ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.