
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
‘বৃষ্টি হলেই রাবেয়া স্কুলের মাঠে হাঁটু পানি’ শিরোনামে অনলাইন গণমাধ্যম ‘সংবাদমেইলে’ নিউজ প্রকাশের পর টনক নড়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম ‘সংবাদমেইলকে’ জানান, স্কুলের এ সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার পরও বরাদ্ধের অভাবে দীর্ঘ দিন উন্নয়ন কাজ হয়নি। তবে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে তাঁরা সরেজমিন পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্যকে অবগত করলে তিনি স্কুলের উন্নয়ন কাজের জন্য বরাদ্ব দেন।
কুলাউড়া উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান স্কুলের উন্নয়ন কাজ শুরুর সত্যতা ‘সংবাদমেইলকে’ নিশ্চিত করেন।
উল্লেখ্য,গত বছরের ৭ নভেম্বর সোমবার সকালে সংবাদমেইলের নিজস্ব প্রতিবেদক সরেজমিনে স্কুলে গিয়ে স্কুল প্রাঙ্গন হাঁটু পানির নিচে দেখে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে ‘সংবাদমেইল টোয়েন্টিফোর ডটকম’। সংবাদটি প্রকাশিত হওয়ার পর আরো বিভিন্ন স্থানীয় সাপ্তাহিক,অনলাইনও প্রিন্ট পত্রিকায় প্রকাশ পায়।
সংবাদেমইল২৪.কম/এসএ/এনএস
Posted ৬:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.