শ্রীলংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। যে আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহসহ মোট ৯ ক্রিকেটার। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসরের ড্রাফটে অন্যরা হলেন- সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও ইবাদত হোসেন।
এই আসরের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ড্রাফটে নাম লেখানোর দিন নির্ধারণ করা ছিল। সব মিলিয়ে ৬৯৯ জন ক্রিকেটার এ লিগে খেলার জন্য নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ২২৫ জনের নাম সুপারিশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ২৯ অক্টোবর হবে এবারের ড্রাফট। আর লিগ শুরু হবে ৫ ডিসেম্বর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।