
শ্রীমঙ্গল প্রতিনিধি,সংবাদমেইল২৪.কমঃ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
(২৪ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি খোরশেদ আলমের নেতৃত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ রায়ের সমন্বয়ে থানার সেন্ট্রাল রোডস্থ মুক্তিযোদ্ধা মার্কেটে এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় অস্বাস্থ্যকর আয়োডিন মোল্লা লবণ মজুদ রাখার অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ও আয়োডিনের অভাব আইনে রিপন ট্রেডার্সের মালিক রিপন মালকে ৫০ হাজার টাকা, নিউ জনক ট্রেডার্সের মালিক নির্মল পালকে ৫০ হাজার টাকা, মেসার্স জাহাঙ্গীর স্টোরের মালিক বাচ্চু মিয়াকে ৫০ হাজার টাকা, মেসার্স জননী ভান্ডারের মালিক জগেন্দ্র পালকে ৫ হাজার টাকা, মেসার্স গৃহলক্ষ্মী ভান্ডারের মালিক অমরেশ পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদায়কৃত ২ লক্ষ ৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এএম/এনএস
Posted ৮:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.