
শামসুল ইসলাম শামীম,শ্রীমঙ্গল : | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
শ্রম আইন বিধিমালা ও শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লক্ষে শ্রীমঙ্গলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন কারখানার কর্তৃপক্ষদের নিয়ে শ্রম আইন বিধিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এ কর্মশালায় প্রায় ৩৫টি কারখানার ব্যবস্থাপকগন অংশ নেয়।
শ্রীমঙ্গল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোহাম্মাদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম পরিদর্শক (সাঃ) মোঃ হাদীউজ্জামান,মাহবুবুর রহমান নিপু,শুধাংশু শেখর দাস,সোহেল রানা, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মোঃ কামরুল আরেফিন প্রমুখ।
কর্মশালায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর প্রেক্ষাপট ও অধিদপ্তরের কার্যক্রম বিষয়ক আলোচনাসহ শ্রমিকদের মাতৃত্বকল্যাণ ছুটি ও সুবিধা,কর্মঘন্টা, সেফটি কমিটি গঠন, ইলেকট্রিক্যাল সেফটি ও হ্যাজার্ড,শিশু/কিশোর শ্রমিক সংক্রান্ত শ্রম আইনের ধারা ও বিধিমালা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Posted ৬:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.