
সৈয়দ ছায়েদ আহমদ,শ্রীমঙ্গল | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক. উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জিল্লুল আনাম চৌধুরী,শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন।
প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় একই স্থানে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগীতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় বলে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.