
শ্রীমঙ্গল প্রতিনধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৭ জুলাই ২০১৮ | প্রিন্ট
শ্রীমঙ্গলে পূর্ব বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন খাসগাঁও সুইনগড় এলাকার ফারুক মিয়ার পরিবার।
গতকাল ৬ জুলাই শুক্রবার বিকালে স্থানীয় জামাল মিয়ার পরিবারের সদস্যদের দ্বারা এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ফারুক মিয়া। এ ঘটনায় পুলিশ ২ জন কে আটক করেছে।
আহতরা হলেন সুরুক মিয়া (৩২) ও (ফারুক মিয়ার) স্ত্রী ডলি আক্তার(২৬) শিশু কলি আক্তার (৬) ও দেড় বছরের ছেলে অলিউর রহমান । তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১০টায় মৃত সন্দুর আলী’র পুত্র ফারুক মিয়া বাদী হয়ে মুসলিমবাগ এলাকার মৃত ইছাক ড্রাইভার এর পুত্র জামাল মিয়া (২৫), ইমরান মিয়া (৩০) ও মাহমুদ মিয়া (২৮) এর নাম উল্লেখ করে আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ জামাল মিয়া (২৫) ও ইমরান মিয়া (৩০ কে আটক করে।
শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৭ জুলাই ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.