বিশ্বমানের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে টি-ভিলা লাক্সারি রিসোর্ট।
সম্প্রতি এ রিসোর্টটির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও টি ভিলার মালিক সুমন আহমেদ বিলাস।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
রিসোর্টের মালিক সুমন আহমেদ সংবাদমেইলকে জানান, দেশের পর্যটন শিল্পের বিকাশে টি-রিসোর্টটি বিদেশি পর্যটকদের কাছে নতুন মাত্রা যোগ করবে। দেশি-বিদেশি পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রিসোর্টটিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে চা বাগান।
উদ্বোধনের পর তারকা শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস