
শ্রীমঙ্গল প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
শ্রীমঙ্গলে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল মিয়া (৪০)কে ৩২ কেজি গাঁজা সহ আটক করেছে পুলিশ।
(২১ ফেব্রুয়ারী) শুক্রবার সন্ধ্যা ৬টায় পশ্চিম লইয়ারকুল গ্রাম থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে। মাদক ব্যবসায়ী জয়নাল মিয়া এসব গাঁজা নিজে বহন করতে ছিলেন। গাঁজাগুলো বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো ছিলো। ১৪ বান্ডেল গাঁজা ওজন ৩২কেজি যার বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নালকে গাঁজাসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এতবড়ো গাঁজার চালানসহ তাকে আটক করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মাদক আইনে মাদক মামলা রুজু করা রয়েছে।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.