
শ্রীমঙ্গল প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম। | শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
চলতি শীত মৌসুমে মৌলভীবাজারের বাইক্কাবিল হাইল হাওরে সর্বমোট ১০ হাজার ৭১২টি পাখির দেখা মিলেছে।
দুইদিনব্যাপী পাখি শুমারি শেষে এ তথ্য জানা গেছে।
নেদারল্যান্ড ভিত্তিক‘ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল’-এর ভলান্টিয়ার এবং বেসরকারি ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ অ্যান্ড লাইভলিহুডস্ (ক্রেল) প্রকল্পের সিনিয়র ন্যাচারাল রির্সোস অ্যাডভাইজার পল এম থম্পসন শ্রীমঙ্গলে এ পাখি শুমারি শুরু করেন।
বৃহস্পতিবার থম্পসন নিজেই গণমাধ্যম মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ১১ ও ১২ জানুয়ারি দুইদিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিল হাইল হাওরে এ পাখি শুমারি অনুষ্ঠিত হয়।
ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ অ্যান্ড লাইভভলিহুডস্ (ক্রেল) প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম জাহাঙ্গীর সংবাদমেইলকে বলেন, ‘এশিয়ান ওয়াটার বার্ড সেনসাস’র আওতায় ২০০৪-২০১৭ সালে বাইক্কাবিল হাইল হাওরে ১৯০ প্রজাতির পাখি দেখা গেছে। এরই অংশ হিসেবে পল থম্পসন ১১-১২ জানুয়ারি দুইদিন বাইক্কাবিল হাইল হাওরে পাখি গণনা ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করা হবে।’
তিনি আরও বলেন,বাইক্কাবিল হাওরে ১৯০ প্রজাতির মোট ১০ হাজার ৭১২টি জলচর পাখি পেয়েছেন থম্পসন।
আর এবছর নতুন ৪০ প্রজাতির পাখি বাইক্কাবিলে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো-ধলা বালি হাঁস ৪৩৯টি, গেওয়ালা বাটান এক হাজার ৩৪২টি, পাতিপানমুরগী ৭৬৬টি, কুট ৬০৯টি, উদয়ী বাবু বাটান ৫টি।’
এছাড়াও বড়তিত ও বাংলা শকুন প্রজাাতির পাখিও এ বছর নতুন দেখা গেছে।
সংবাদমেইল২৪.কম/সাইফুল/এনএস
Posted ৪:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.